শুক্রবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথভাবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশনের’ পর্দা উন্মোচন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
পরে দুই প্রধানমন্ত্রী ডিজিটাল প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও সেখানে ছিলেন।

দুই প্রধানমন্ত্রীকে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর কিউরেটর ভারতীয় নাগরিক বিরাড ইয়াগনিগ।
প্রদর্শনীটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিন চলার পর এক মাসের জন্য জাতীয় শিল্পকলা একাডেমিতে স্থানান্তরিত হবে। পরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহরের প্রতিটিতে তিন সপ্তাহের জন্য চলবে।
সব শেষে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এক মাস দর্শনার্থীদের জন্য খোলা থাকবে ডিজিটাল প্রদর্শনীটি।

বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর, জাতীয় জাদুঘর, জাতীয় আর্কাইভ এবং মুজিববর্ষ উদযাপন কমিটিকে প্রদর্শনীতে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কিউরেটর ইয়াগনিগ।
প্রদর্শনী পরিদর্শন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।