শুক্রবার জুমার নামাজের
পর মসজিদ থেকে বেরিয়ে আসা একদল লোক ভারত ও নরেন্দ্র মোদী বিরোধী নানা স্লোগান দিতে
শুরু করলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়মী লীগ কর্মীদের সঙ্গে তাদের মারামারি বেঁধে যায়
বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সেই সংঘর্ষ থামাতে
পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। এ সময় মসজিদের উত্তর গেইটের
সামনে রাস্তার পাশে দুটি মোটর সাইকেলে আগুন দেয় মোদীবিরোধীরা। পুলিশের দিকে
বৃষ্টির মত ঢিল ছোড়ে তারা।
ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বায়তুল
মোকাররমে এলাকায় সংঘর্ষের ঘটনায় বেলা সোয়া ২টা পর্যন্ত ২১ জন আহত অবস্থায়
হাসপাতালে এসেছেন।

তাদের মধ্যে সাংবাদিক, ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং নামাজ
পড়তে যাওয়া সাধারণ মানুষও রয়েছেন বলে
জানান এই পুলিশ কর্মকর্তা।