ক্যাটাগরি

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বৃহস্পতিবার রাতে শ্রীপুর
উপজেলার কমলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর আহম্মেদ
রবি (৪০) জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার প্রয়াত
মুক্তার বিশ্বাসের ছেলে।

রবির প্রতিবেশী মাহবুবুর
রহমান টিপু জানান, রবি ও তার শ্যালক সোহাগ বিশ্বাস রাত সাড়ে ৯টার দিকে লাঙ্গলবাঁধ-ওয়াপদা
সড়ক দিয়ে মাগুরা শহরে আসছিলেন।

তিনি বলেন, পথে কমলাপুর
কলেজের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি যাবাহনকে সাইড দিতে গিয়ে তাদের মোটরসাইকেলটি
নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে একটি পাকা ফলকে আঘাত করে। স্থানীয়রা তাদের মাগুরা সদর
হাসপাতালে নিয়ে যান।

হাসপালের জরুরি বিভাগে
কর্মরত ব্রাদার মনোজিৎ বিশ্বাস জানান, হাসপাতালে আসার আগেই রবি মারা গেছেন। আহত সোহাগ
বিশ্বাসাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার 
চিকিৎসা চলছে।

শ্রীপুর থানার ওসি
আলী আহমেদ মাছুদ জানান, রাস্তার পাশে থাকা কমলাপুর কলেজের পাকা ফলকের সঙ্গে মোটরসাইকেলের
সংঘর্ষে মনসুর আহম্মেদ রবি মারা গেছেন। এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের
করা হবে।