ক্যাটাগরি

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের দায়িত্বে নতুন কমিটি

২০২১-২০২৩ মেয়াদের জন্য সভাপতি পদে
স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে নভোএয়ারের
ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান দায়িত্ব নিয়েছেন।

শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, বৃহস্পতিবার সংগঠনটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্যের নতুন কমিটি দায়িত্ব
নেয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ইমপ্রেস
এভিয়েশনের জেড মাহমুদ মামুন, মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান
সোবহান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের
আরিফুর রহমান, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের খন্দকার এ এফ এম মুহিবুল্লাহ রহমান, গ্যালাক্সি
ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ, ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন।

২০১২ সালে ২৫ ফেব্রুয়ারি এভিয়েশন
অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যাত্রা শুরু।