বিবিসি জানিয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধের চেষ্টায় সোমবার থেকে ম্যানিলার দুই কোটি ৪০ লাখ মানুষ এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে।
ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমণ ফের ছড়িয়ে পড়ছে বলে দেশটির সরকার জানিযেছে।
লকডাউনের সময় পুরো সপ্তাহজুড়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। লকডাউন চলাকালীন জনসমাগম নিষিদ্ধ থাকবে, গণপরিবহন বন্ধ থাকবে ও জরুরি নয় এমন কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হবে।
ফিলিপিন্সের সংখ্যাগরিষ্ঠ লোক ক্যাথলিক খ্রিস্টান। আসছে ২ থেকে ৪ এপ্রিল তাদের ইস্টার পরব। এ ‘পবিত্র সপ্তাহে’ তারা বিভিন্ন উৎসব আয়োজনের পরিকল্পনা করলেও করোনাভাইরাস বিধিনিষেধের কারণে সেসবে ভাটা পড়েছে বলে বিবিসি জানিয়েছে।
গত পাঁচ দিনের মধ্যে তিন দিন দেশটির রেকর্ড পরিমাণ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিপিন্সে সাত লাখ রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে ১৩ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।