শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় ঘটনার শিকার দুই যুবককে।
গ্রেপ্তার আব্দুল কাদের (২২) চাঁদপুরের কচুয়ার বাসিন্দা। তিনি ডবলমুরিং থানার মৌলভী পাড়া এলাকায় থাকেন।
তাকে গ্রেপ্তারের সময় বাসা থেকে রড, ছোরা, রাম দা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক তরুণীর মাধ্যমে ফোনে প্রেমের ফাঁদে ফেলে দুই যুবককে শুক্রবার বিকালে পানওয়ালা পাড়ার এক বাসায় নিয়ে আটকে রাখে। সেখানে ওই তরুণীর সঙ্গে তাদের আপত্তিকর ছবি তোলা হয় এবং মারধর করা হয়। তাদের সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়।
“১০ থেকে ১২ দিন আগে এক তরুণী ফাতেমা নাম দিয়ে এক যুবককে ফোন করে। টেলিফোনে সে ওই যুবকের সাথে প্রেমের অভিনয় করে। শুক্রবার বিকালে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যায়। ওই যুবক তার এক বন্ধুকে নিয়ে পানওয়ালাপাড়া এলাকায় ওই তরুণীর বাসায় যায়। সেখানে যাবার পর গ্রেপ্তার কাদেরসহ চার জন মিলে ওই বাসায় প্রবেশ করে তাদের মারধর করে এবং সাথে থাকা নগদ সাড়ে ১১ হাজার টাকা ও বিকাশে থাকা সাত হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করা হলে তারা ২০ হাজার টাকায় রাজি হয়।”
ওসি মহসিন জানান, অপহৃত দুজনের এক বন্ধু এসে বিষয়টি ডবলমুরিং থানায় জানায়। পুলিশের একটি দল ফাঁদ পেতে টাকা দেওয়ার কথা বলে কাদেরকে গ্রেপ্তার করে।
কাদেরকে নিয়ে ওই বাসায় অভিযান চালিয়ে আটকে রাখা দুই যুবককে উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, কাদের টাকা নিতে আসার সময় তার সাথে আরও এক জন দূরে দাঁড়িয়ে ছিল। কাদেরকে আটকের পর অন্যজন পালিয়ে গিয়ে বাসায় গিয়ে খবর দেয়। এসময় তারা পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে কাদের জানিয়েছে, তাদের দলে চার ছেলে ও এক মেয়ে আছে। তারা ওই তরুণীর মাধ্যমে টেলিফোনে প্রেমের ফাঁদ পেতে বাসায় নিয়ে আটকে টাকা হাতিয়ে নেন।