ক্যাটাগরি

মেসির সঙ্গে অনেক বছর খেলতে চাই: পিয়ানিচ

বার্সেলোনা অধিনায়কের চুক্তির মেয়াদ
শেষ এই মৌসুমেই। এখনও তার ভবিষ্যত নিয়ে নিশ্চিত কোনো খবর আসেনি। সম্প্রতি স্প্যানিশ
পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে পিয়ানিচ জানান, বার্সেলোনাতেই মেসি
দেখতে চান তিনি।

“লিওর সঙ্গে আমার সম্পর্ক অসাধারণ। আমার সঙ্গে
লিও অনেক কথা বলেন, পরিবেশ সম্পর্কে বুঝিয়ে দেন… শুরু থেকেই তিনি আমার দিকে নজর রাখছেন, উৎসাহ
দিচ্ছেন, সাহায্য করছেন।”

“তিনি অসাধারণ। ফুটবলার হিসেবে তার মতো আমরা
আর কাউকে দেখব না। আমি জানি না তিনি কী করবেন (বার্সেলোনায় থাকবেন কি-না) তবে আমি আরও
অনেক বছর তার পাশে খেলে যেতে চাই।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে
বার্সেলোনার হয়ে ২০ ম্যাচ খেলেছেন বসনিয়া ও হার্জেগোভিনার মিডফিল্ডার পিয়ানিচ।