ক্যাটাগরি

সেরে উঠেছেন রণবীর কাপুর

বৃহস্পতিবার রণবীর কাপুরের চাচা রণধীর কাপুরের বরাত দিয়ে, টাইমস অফ ইন্ডিয়া ডটকম জানায়, অভিনেতা করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন।

রণধীর কাপুরের কথায়, “রণবীর এখন ভালো আছে। আমি তার সঙ্গে দেখা করেছি।”

যদিও রণধীর কাপুর জানাতে পারেননি কবে রণবীর করোনাভাইরাস মুক্ত হয়েছেন।

মার্চের ৯ তারিখে রণবীরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন তার মা নীতু কাপুর।

তবে সুস্থ হওয়ার বিষয় নিয়ে জল্পনা শুরু হয় যখন রণবীরের বোন গয়না-নকশাকর রিধিমা কাপুর তাদের বাবা ঋষি কাপুরের জন্য একসঙ্গে বসে প্রার্থণা করার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন।

ঋষি কাপুরের দেহত্যাগের ১১ মাস অতিবাহিত হওয়ার অংশ হিসেবে এই প্রার্থণার ছবি বৃহস্পতিবার পোস্ট করে রিধিমা লেখেন, “সব সময় আমাদেরকে দেখে রেখ। আমরা তোমাকে ‘মিস’ করি।”

দুই বছর লিউকেমিয়া’তে ভুগে গত বছর এপ্রিলে পৃথিবী ছেড়ে চলে যান ঋষি কাপুর।