শনিবার শিক্ষক সমিতির সভাপতি
অধ্যাপক মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক নিজামূল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে
বলা হয়, “গতকাল ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের পরিকল্পিত হামলা,
অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি, বঙ্গবন্ধুর মুর্যাল ভাঙচুর এবং হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষক সমিতি তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
“একইসাথে এই ঘটনায় জড়িতদের
বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শান্তির দাবি জানাচ্ছে।”
হামলায় নিহতদের আত্মার মাগফেরাত
কামনা এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানিয়েছে সমিতি।