শনিবার দালা শহরতলীতে বিক্ষোভে গুলির এ ঘটনায় ১০জন আহতও হয়েছে বলে মিয়ানমার নাও’র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
মিয়ানমারে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের প্রতিবাদ ও বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে শনিবার মান্দালয় এবং থাইল্যান্ড সীমান্তবর্তী কারেন শহরেও গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা গেছে।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এবারের অভ্যুত্থানবিরোধী আন্দোলনে শুক্রবার পর্যন্ত অন্তত ৩২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের ঘটনাবলী পর্যবেক্ষণকারী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)।