ক্যাটাগরি

গাজীপুরে হেলে পড়া দুটি স্থাপনা পরিত্যক্ত ঘোষণা

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, টঙ্গীর এরশাদনগর এলাকায়  শুক্রবার রাত দেড়টার দিকে একটি দোতলা ও নির্মাণাধীন একটি তিনতলা ভবন হেলে পড়ে। ভবন দুটির দুইজন
মালিক হলেন ওই এলাকার মো. দেলোয়ার হোসেন ও বদরুল মিয়া।

সিট করপোরেশনের নালা নির্মাণের সময় ভবন দুটি হেলে পড়ে জানিয়ে
তিনি বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভবন দুটি খালি করে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

“পাইলিং মজবুত না থাকায় এবং নালার জন্য গভীর খননের ফলে ভবন দুটির নিচ থেকে মাটি সরে যায়। এতে ভবন দুটি একপাশে হেলে পড়ে।”

সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “এরশাদনগরে ৮ নম্বর ব্লকের এই ভবন দুটির অনুমোদন নেই। তাছাড়া এক-দেড় ফুট ভিত্তির ওপর এসব ভবন নির্মাণ করা হয়েছে।”

রোববার অভিযান চালিয়ে ভবন দুটি ভেঙে দেওয়া হবে বলে তিনি জানান।