ক্যাটাগরি

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

শনিবার
সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাটে এ সড়ক দুর্ঘটনাটি
ঘটে।

নিহত
শফিকুল ইসলাম (৫৫) গোপালগঞ্জর সদর উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর গ্রামের হায়দার
আলীর ছেলে। তিনি ঢাকা সিএমএম কোর্টে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।


ঘটনায় পুলিশ মাইক্রোবাস চালক হায়দার আলীকে (৪০) আটক করেছে।

ফরিদপুরের
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে
মোটরসাইকেলে করে ওই পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছিলেন।

দাসেরহাটে
এক মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।

স্থানীয়রা
তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।

ঘটনাস্থল
থেকেই মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলেন
তিনি।