ক্যাটাগরি

জয়পুরহাটে মোটরসাইকেল খাদে, একজন নিহত

উপজেলার কোকতারা এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে শুক্রবার রাত ১০টার
দিকে তিনি নিহত হন বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান।

নিহত উজ্জল হোসেন (৩০) সদর উপজেলার সগুনা গ্রামের আক্কাস আলীর
ছেলে।

ওসি পলাশ প্রাথমিক তদন্তের তখ্যে বলেন, রাতে হিলি থেকে জয়পুরহাট
যাচ্ছিলেন উজ্জ্বলসহ তিনজন। পথে কোকতারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে
খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন উজ্জল।

তাছাড়া অন্য দুই আরোহী আহত হন। স্থানীয়রা প্রথমে তাদের জয়পুরহাট
সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

আহতরা হলেন- জয়পুরহাট পৌর এলাকার ইসলামপুর মহল্লার হাচিম উদ্দিনের
ছেলে আনোয়ার হোসেন (৩৩) ও আদর্শপাড়া মহল্লার আতাউর রহমানের ছেলে আবু রাহাত (৩০)।