শনিবার
সকালে যশোরের রাজঘাট এলাকায় মেসার্স সাহারা গ্রুপের ঘাটে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২
নামের কয়লা বোঝাই জাহাজটি ডুবে যায়।
সাহারা
গ্রুপের ব্যবস্থাপক রিদুয়ান কবির জানান, জাহাজটিতে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৮৫০
মেট্রিকটন কয়লা ছিল।
“এর
মধ্যে স্ক্যাভেটর দিয়ে মাত্র ২০ মেট্রিক টন কয়লা নামানো গেছে। এতে প্রায় এক কোটি টাকার
ক্ষতি হয়েছে।”
রিদুয়ান
জানান, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৮৫০ মেট্রিকটন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের
হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে ছোট জাহাজ এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ ভরা হয়।
গত
২৪ মার্চ রাতে জাহাজটি যশোরের রাজঘাটে সাহারা গ্রুপের ঘাটে নোঙর করে।
জাহাজের
মাস্টার আব্দুর রহিম মোল্যা বলেন, শনিবার সকালে জাহাজের বাম পাশ থেকে কয়লা নিয়ে ট্রাকে
ভরা হচ্ছিল। এতে ডান পাশ ভারি হয়ে পড়ে। এ সময় নদীতে জোয়ার ছিল। ভারি পাশ কাত হয়ে পড়ে।
তবে
জাহাজে থাকা স্টাফরা নিরাপদে তীরে নেমে যান বলেন তিনি।