উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর থেকে শনিবার বেলা ১১টার
দিকে
সাকিব হোসেন সাকিবের (১৮) লাশ
উদ্ধার করে পুলিশ।
সাকিব ওই এলাকার হেলিন আলী ড্রাইভারের ছেলে।
ঘটনার পর থেকে
সাকিবের ছোট ভাই (১৬) পলাতক রয়েছে বলে
রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা জোনের সহকারী কমিশনার উৎপল
কুমার চৌধুরী জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে সাকিব
তার ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিল। সকালে বাড়ির
লোকজন দরজা খুলে ঘরের মধ্যে সাকিবের গলাকাটা
লাশ পড়ে দেখে। এ সময় তার ছোট ভাইয়ের কোনো হদিস মেলেনি।
সাকিবকে গলাকেটে
হত্যার পর তার ছোট ভাই
পালিয়ে গেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
উৎপল বলেন, সাকিব এসএসসিতে ফেল
করে আর পড়াশোনা করেনি। তার ছোট ভাই অষ্টম শ্রেণি পর্যন্ত
পড়াশোনা করেছে। তারা কোন কাজ করত না। সাকিবের বিরুদ্ধে থানায়
একটি মাদকের মামলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের
জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং সাকিবের ছোট ভাইকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।