ক্যাটাগরি

লেবাননে ঠান্ডায় জমে ৪ সিরীয় নারী ও শিশুর মৃত্যু

লেবাননের বালবেক ও হারমেল অঞ্চলের গভর্নর বাচির খদর এক টুইটে শুক্রবার ওই মৃতদেহগুলো উদ্ধারের তথ্য জানান।

বলেন, ‘‘লেবাননের পুলিশ, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ওই মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়।

‘‘তাদের সঙ্গে লেবাননের এক নাগরিককে দেখা গিয়েছিল। যাকে খোঁজা হচ্ছে। এটি মানবপাচারের ঘটনা কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।”

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হলে সিরিয়ার ১০ লাখের বেশি শরণার্থী লেবাননে আশ্রয় নিয়ে আছে।