ক্যাটাগরি

শেষ ২ ম্যাচেও র‌্যাশফোর্ড ও সাকাকে পাচ্ছে না ইংল্যান্ড

চোটের কারণে দল থেকে তাদের ছিটকে যাওয়ার
বিষয়টি শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয়।

ইউরোপিয়ান অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে
আগামী রোববার স্বাগতিক আলবেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তিন দিন পর গ্যারেথ সাউথগেটের
দলের প্রতিপক্ষ সফরকারী পোল্যান্ড।

পায়ের সমস্যার কারণে গত রোববার লেস্টার
সিটির বিপক্ষে এফএ কাপে হারা ম্যাচে র‌্যাশফোর্ডকে পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। জাতীয়
দলের ক্যাম্পে থাকলেও গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে স্যান ম্যারিনোর বিপক্ষে ইংল্যান্ডের
৫-০ গোলে জয় পাওয়া ম্যাচে খেলতে পারেননি তিনি।

২৩ বছর বয়সী এই ফুটবলার ক্লাব ইউনাইটেডে
পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

স্যান ম্যারিনো ম্যাচে ছিলেন না হ্যামস্ট্রিং
চোটে ভোগা আর্সেনাল ফুটবলার সাকাও। লন্ডনের ক্লাবটিতেই তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে
যাবেন।

স্যান ম্যারিনো ম্যাচের আগেই এই দুজনকে
নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন সাউথগেট।

এছাড়া চোটের কারণে দলটির বাইরে আছেন
লিভারপুল মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন, অ্যাস্টন ভিলা মিডফিল্ডার জ্যাক গ্রিলিস ও বরুশিয়া
ডর্টমুন্ড ফরোয়ার্ড জেডন স্যানচো।