আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে সনদপত্রটি মোবাইল অ্যাপে সংরক্ষণ ও ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে নিকেই। এর ফলে ভ্রমণের জন্য প্লেনে চড়ার সময় এয়ারলাইন কর্তৃপক্ষকে বা কোনও হোটেলে চেকইন করার সময় টিকা গ্রহনের প্রমাণ দেওয়া সহজ হবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
অ্যাপটিতে কেবল জাপানী নাগরিকরাই নন, যেসব বিদেশি জাপানে অবস্থান করছেন এবং নিজ দেশে ফিরে যাবেন তারাও এর আওতায় আসবেন বলে উঠে এসেছে প্রতিবেদনটিতে।