ক্যাটাগরি

প্রিমিয়ার ডিভিশন দাবার মুকুট পুলিশেরই

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে রোববার মুজিব বর্ষ প্রিমিয়ার
ডিভিশন দাবার দশম রাউন্ডে ৩.৫-০.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে
হারায় পুলিশ। টানা নয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা।

এবারের আসরে পুলিশের হয়ে খেলছেন ভারতীয় দুই গ্র্যান্ডমাস্টার সুর্য্য
শেখর গাঙ্গুলী ও রনৌক সাদভানি, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার
জিয়াউর রহমান ও ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

দশম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, শাহিন
চেস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ১১ পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চতুর্থ
স্থানে রয়েছে।

আগামী সোমবার একাদশ ও শেষ রাউন্ডে মুখোমুখি হবে পুলিশ ও গতবারের
রানার্সআপ সাইফ স্পোর্টিং। এ ম্যাচটি সাইফের জন্য ব্যবধান কমানোর উপলক্ষ্য। অন্যদিক
পুলিশের সামনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।