রোববার দুপুরে ভাঙ্গা থানার এসআই মো. শহিদুল্লাহ
বাদী হয়ে মামলাটি করেন। এছাড়া এ হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে
পুলিশ।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, পরিকল্পিতভাবে থানায় এ হামলা চালানো
হয়েছে। হামলার ঘটনায় তিনশ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
হামলার সাথে জড়িত অভিযোগে ওসমান বেপারী, সালমান হুসাইন, সুয়াইব মোল্লা, আমজাদ
মিয়া, আশরাফুজ্জামান, সৈয়দ আমিরুজ্জামান এবং রফিকুল আসলামকে আটক করা হয়েছে বলে
জানান তিনি।
“অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে।”
ওসি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপালগঞ্জ সফরের পর ভিআইপি ব্যক্তিরা
ঢাকা-খুলনা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে দিয়েই ঢাকায় ফেরার বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে
এ ঘটনা ঘটানো হয়েছে।
ফরিদপুরে ভাঙ্গা থানায় আক্রমণে ছয় পুলিশ আহত
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী উপলক্ষে দুদিনের সফরে গত শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিন শনিবার তিনি সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালী
মন্দিরে পুজো দিতে যান। এরপর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে
জেলার কাশিয়ানী উপজেলায় মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করেন
ভারতের প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে গুরুত্বপূর্ণ
ব্যক্তিদের যাতায়াত বৃদ্ধি পায়।