শনিবার রাত ১০টার দিকে তালঘড়ি ইউনিয়নের কুশখালী গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে
বলে শালিখা থানার ওসি তরিকুল ইসলাম জানান।
নিহত ওহিদ মোল্লা (৪০) স্থানীয় আওয়ামী লীগের কর্মী।
তার ভাই তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার মোল্লাও আছেন আহতদের মধ্যে।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে ৬ জনকে আটক করেছে বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, সরোয়ার ও ওহিদ কয়েকজন সহযোগীকে সঙ্গে
নিয়ে চতুরবাড়ীয়া বাজার থেকে তিনটি মোটরসাইকেলে করে নিজেদের গ্রাম কুশখালী ফিরছিলেন।
পথে কুশখালী ব্রিজের উপর পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
“এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে সরোয়ার মোল্লা, ওহিদ মোল্লাসহ ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওহিদকে মৃত ঘোষণা করেন।”