ক্যাটাগরি

অভিষেকে যে ফিফটি চাননি শরিফুল

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের
প্রথম ম্যাচ দিয়ে রোববার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শরিফুল। প্রথম বলেই তাকে বাউন্ডারি
মেরে স্বাগত জানান মার্টিন গাপটিল। শুরুতে ছিল যে ইঙ্গিত, পরে তা পায় পূর্ণতা। কোটার
শেষ বলেও হজম করেন বাউন্ডারি। ৪ ওভারে রান দেন তিনি ৫০!

বাংলাদেশের হয়ে এই প্রথম কেউ অভিষেক টি-টোয়েন্টিতে
গুনলেন পঞ্চাশ রান।

শরিফুলের সৌজন্যে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড
থেকে নাম সরে গেছে রুবেল হোসেনের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪ ওভারে
৪৯ রান দিয়েছিলেন রুবেল।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আবু জায়েদ চোধুরি
দিয়েছিলেন ৪ ওভারে ৪৫ রান।

অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিশ্বরেকর্ড
জেমস অ্যান্ডারসনের। ২০০৭ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে সিডনিতে ইংলিশ পেসারের ৪ ওভার থেকে
এসেছিল ৬৪ রান।

অভিষেকে রান দেওয়ার ফিফটি করা একাদশ ক্রিকেটার
শরিফুল।