রোববার দুপুরে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া উত্তরপাড়ার নিজ বাড়ি
থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ জানান।
নিহত ইলিম সরকার (৩৫) কাঠগড়া উত্তরপাড়ার ফজল হক সরকারের ছেলে।
এসআই সুদীপ কুমার জানান, ইলিম সরকার দীর্ঘ দিন ধরে নিজ এলাকায়
ডিস ও নেটের ব্যবসা করে আসছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।
“সেই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে
হত্যা করে পালিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃওরা ওই বাড়ির সিসিটিভির ‘হার্ড ডিক্স’ খুলে
নিয়ে যায়।”
এসআই সুদীপ আরও জানান, নিহতের শরীরে গলা ও পেটে ধারালো অস্ত্রের
আঘাতের ক্ষত রয়েছে৷ প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো এক সময় তাকে হত্যা করা
হয়েছে।
নিহতের বাবা ফজল হক সরকার জানান, বছর খানেক আগে তার ছেলের
সঙ্গে ডিসের ব্যবসা নিয়ে পাশের গ্রামের এক ব্যক্তির দ্বন্দ্ব হয়।
“এই মুহূর্তে আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। তবে আমি ছেলের
হত্যাকারীদের বিচার চাই।”
এসাই সুদীপ জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা
মামলা দায়েরের প্রস্তুতি চলছে।