স্থানীয় সময় শনিবার বিকালে ভ্যাঙ্কুভারের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকার কাছে অবস্থিত লাইব্রেরিটিতে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ঘটনার একমাত্র সন্দেহভাজনকে তারা হেফাজতে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার ভিডিও করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তদন্ত এগিয়ে নেওয়ার জন্য তদন্তকারীরা তাদের সহায়তা চেয়েছেন।
কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে পুলিশ সার্জেন্ট ফ্রাঙ্ক জ্যাং বলেছেন, “ছুরিকাঘাতে ছয় জন আহত হয়েছিলেন। দুঃখজনকভাবে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন নারী।
“আমাদের বিশ্বাস একমাত্র সন্দেহভাজনকে আমরা আটক করতে পেরেছি। স্পষ্টতই প্রশ্ন হল কেন এমনটি ঘটল,” ঘটনাস্থল লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলনে বলেন তিনি।
হতাহতদের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পুলিশ হেফাজতে নেওয়ার আগে এক ব্যক্তি ছুরি দিয়ে নিজেকে আঘাত করছেন।
তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি। এই সন্দেহভাজনের একটি অপরাধের রেকর্ড আছে বলে জ্যাং জানিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় গভীর শোক জানিয়ে টুইটারে বলেছেন, “আজ রাতে আমার হৃদয় নর্থ ভ্যাঙ্কুভারে আছে। জানি সব কানাডীয় তোমাদের নিয়েই ভাবছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।”