ক্যাটাগরি

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

শনিবার গভীর রাতে লোহাগাড়া
উপজেলার পদুয়া বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন- কক্সবাজারের
উখিয়া উপজেলার মো. শাহ আলম (৪১), মো. জাহাঙ্গীর
(৩০) ও মো. আয়াত (৪০)।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস পদুয়া
বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে শাহ আলম ঘটনাস্থলেই মারা যান।

অন্যদের দ্রুত উদ্ধার করে চকরিয়ায় একটি হাসপাতালে নেওয়া হলে জাহাঙ্গীর
ও আয়াতকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
বলে জানান পরিদর্শক রব