নিউ জিল্যান্ড থেকে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম প্রথমে জানান,
ব্যথা থাকায় খেলতে পারেননি মুশফিক। পরে তিনি জানান, মুশফিককে বিশ্রামে রাখা হয়েছে।
এরপর ম্যাচের শেষ দিকে মিডিয়া ম্যানেজার আবার জানান, “সবশেষ ম্যাচে (তৃতীয়
ওয়ানডে) তিনি কাঁধে আঘাত পেয়েছেন, আঙুলেও চোট আছে। সেরে ওঠার জন্য সময় দেওয়া হয়েছে
তাকে। আশা করি, এখন ব্যাপারটি পরিষ্কার।”
এই ম্যাচের আগে বাংলাদেশের ৯৬টি টি-টোয়েন্টির ৮৬টিতেই খেলেছেন মুশফিক।
এই সিরিজে আগে থেকেই ছিলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনের সঙ্গে
এবার বাইরে মুশফিক, এই ত্রয়ীকে ছাড়া প্রথমবার টি-টোয়েন্টি খেলল বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ এক দিন করে বিরতি দিয়েই। মুশফিকের সেরে
ওঠা নিয়ে তাই শঙ্কা থাকবেই।