এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বিকাশ জানায়, এই ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা,
অনুভূতি, স্নেহ-ভালবাসার অভিব্যক্তি।
গ্রিটিংস কার্ড
পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের
অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা সেন্ড
মানি, গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা এবং ধন্যবাদ অপশনগুলো
থেকে যে কোনো একটি নির্বাচন করা যাবে।
ধরা যাক, গ্রাহক
বিয়ে উপলক্ষে গিফট দিচ্ছেন, সেক্ষেত্রে ‘বিয়ে’ আইকনটি সিলেক্ট করতে হবে। টাকার অংক
লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের ম্যাসেজ আপডেট করুন’ আইকন দেখা
যাবে।
গ্রাহক চাইলে যে
ম্যাসেজ লেখা আছে তা রাখতে পারেন অথবা নতুন ম্যাসেজ লিখে দিতে পারেন। স্বাক্ষরের অংশে
নাম লিখে দিতে হবে। পরের ধাপে পিন দিলেই সেন্ড মানি সম্পন্ন হবে।
এরপর যিনি গ্রিটিংস
কার্ডসহ উপহার পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন।
বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমাণ এবং ম্যাসেজ দেখতে পাবেন।
তিনি চাইলে সামাজিক
যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কার্ডটি শেয়ার করতে পারবেন যেখানে টাকার অংক দেখা
যাবে না কেবল ম্যাসেজটি দেখা যাবে।
পহেলা বৈশাখ, ঈদের
এর মত গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে নিয়মিত নতুন কার্ড যোগ হবে গ্রিটিংস সেকশনে। আর যে গ্রাহক
এগুলো ব্যবহার করতে চান না তিনি কেবল ‘সেন্ড মানি’ অপশন নির্বাচন করলে গ্রিটিংস কার্ড
ছাড়াও টাকা পাঠাতে পারবেন।