ধর্মভিত্তিক এ সংগঠনের নেতা-কর্মীরা রোববার ভোর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় জড়ো হতে শুরু করে। তারা শিমরাইল পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন পয়েণ্টে অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে শিমরাইল ইউ টার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তারা সড়কে টায়ার, বাঁশসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জেলার পুলিশ সুপার মো জায়েদুল আলম বলেন, হরতালের সমর্থনে মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ তৈরি করে বিক্ষোভ করেছে হেফাজতের নেতাকর্মীরা। তাদের মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।