বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের সাঙ্গঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, রোববার বিকালে সাড়ে ৩টায় নিপুণ রায়কে তার রায়েরবাজারের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
“পরিবারের সদস্যদের ভাষ্য, সাদা পোশাকে আসা গোয়েন্দা পুলিশের সদস্যরা বাসার চার তলায় উঠে কোনো কাগজপত্র দেখানো ছাড়াই তাকে নিয়ে যায়।”
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
তার
বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে তিনি জামিনে আছেন বলে বিএনপি নেতাদের
ভাষ্য।
তবে
পুলিশ কর্মকর্তাদের কেউ এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।