ক্যাটাগরি

প্রতিষেধক নেওয়ার পর কোভিডি-১৯’য়ে আক্রান্ত পরেশ রাওয়াল

ভারতীয় অভিনেতা পরেশ রাওয়াল কোভিড-১৯’য়ে আক্রান্ত হয়েছেন। এই খবর নিজেই টুইট করে জানালেন শুক্রবার রাতে।

তিনি টুইটারে লেখেন, “দুর্ভাগ্যজনক হলেও, আমি কোভিড-১৯’য়ে আক্রান্ত হয়েছি। গত ১০দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের পরীক্ষা করতে অনুরোধ করছি।”

তার আক্রান্ত হওয়ার খবরের সূত্র ধরে ভারতীয় বিভিন্ন গনমাধ্যম জানায়, পরেশ রাওয়াল প্রথম ডোজ টিকা নিয়েছিলেন এই মাসের প্রথম দিকে। লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ ৯ মার্চ টিকা নেওয়ার একটি ছবিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা যায় তিনি আঙ্গুলের মাধ্যমে ‘ভি’ প্রদর্শন করছেন।

আর লিখেছিলেন, “ভি (ভিক্টরি) ফর ভ্যাক্সিন।”

করোনাভাইরাসের দাপট বৃদ্ধির সঙ্গে সঙ্গে বলিউডে বিভিন্ন শিল্পীদের আক্রান্ত হওয়ার খবর ভারতীয় গনমাধ্যেমে উঠে আসছে। গত কয়েক সপ্তাহের মধ্যে আক্রান্ত হয়েছেন আমির খান, আর মাধব, মিলিন্দ সোমান, রহিত সারাফ, রমেশ তরাণি।

আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার তালিকায় আছেন তারা সুতারিয়া, সঞ্জয় লীলা বানসালি, রণবীর কাপুর।