মাগুরা প্রতিনিধি,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2021 05:52 PM BdST
Updated: 28 Mar 2021 05:52 PM BdST
মাগুরায় পূজা-অর্চনা, মন্ত্রপাঠসহ নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে শহরের নিতাই গৌরগোপাল সেবাশ্রমে বহু নারী-পুরুষ দোল উৎসবে মিলিত হন। আশ্রমের সেবায়েত চঞ্চল মাহারজ পূজা শেষে উপস্থিত পূজারীদের মন্ত্রপাঠ করান। পরে আশ্রমে উপস্থিত সবাই নেচে গেয়ে এক অন্যজনের মুখে আবির লাগিয়ে দোল উৎসবে অংশ নেন।
আরও খবর জানতে ক্লিক করুন :