ক্যাটাগরি

মাগুরায় আনন্দঘন পরিবেশে দোল উৎসব পালিত

মাগুরায় পূজা-অর্চনা, মন্ত্রপাঠসহ নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে শহরের নিতাই গৌরগোপাল সেবাশ্রমে বহু নারী-পুরুষ দোল উৎসবে মিলিত হন। আশ্রমের সেবায়েত চঞ্চল মাহারজ পূজা শেষে উপস্থিত পূজারীদের মন্ত্রপাঠ করান। পরে আশ্রমে উপস্থিত সবাই নেচে গেয়ে এক অন্যজনের মুখে আবির লাগিয়ে দোল উৎসবে অংশ নেন।