ক্যাটাগরি

মুক্তিযুদ্ধের ভারতীয় বীরেরা সাক্ষাৎ করলেন সেনাপ্রধানের সঙ্গে

আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানায়, প্রতিনিধি দলের সদস্যরা রোববার সেনা সদর দপ্তরে গিয়ে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এ বীর সেনানীদের
অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

“প্রতিনিধি
দলের সদস্যগণ বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা ও উন্নয়নের প্রশংসা
করেন এবং উত্তরোত্তর উন্নতি কামনা করেন।”

পরে
সেনাবাহিনী প্রধান ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের শুভেচ্ছা
উপহার দেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।

প্রতিনিধি
দলের সদস্যরা এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

সেনাপ্রধানের
সাথে সাক্ষাতের পর সশস্ত্র বাহিনী
বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও সৌজন্য
সাক্ষাত করেন প্রতিনিধি
দলের সদস্যরা।

ভারতীয় সেনাবাহিনীর
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
নারায়ণ শংকর নায়ারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩০ জন এবং
বর্তমানে কর্মরত ছয়জন সদস্য গত ২৫ মার্চ
রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন।

সফরকারী
এই দলটি গত ২৬ মার্চ
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া
মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ছত্রীসেনা অবতরণস্থলসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি
জাদুঘর তারা ঘুরে দেখেন।

সফর
শেষে প্রতিনিধি দলটি সোমবার ভারতে ফিরে যাবেন।