ক্যাটাগরি

রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে

তবে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যদের সহযোগিতায় তা দ্রুত নেভানোর উদ্যোগ নেওয়ায় ছড়াতে পারেনি, দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বি-০৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ১৭২৭ নম্বর শেডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে আসু জামানের (২১) বসত ঘরের চালে আগুন লাগে। স্থানীয়দের কাছে খবর পেয়ে এপিবিএনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পোঁছে স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে।

“সম্ভবত কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে।”

ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সদস্যদের টহল জোরদার করা হয়েছে বলে জানান এসপি তারিকুল।

গত ২২ মার্চ বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পসহ স্থানীয়দের বসত বাড়িতেও আগুনি ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন রোহিঙ্গার মৃত্যু ও অনেকে আহত হয়েছেন। এতে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে প্রায় ১০ হাজার বসত ঘর ও ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৪৫ হাজার মানুষ।

ঘটনার তদন্তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।