ক্যাটাগরি

সাতক্ষীরায় নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রোববার বেলা ১১টার দিকে
সীমান্তবর্তী ১ নম্বর মেইন পিলারের
দক্ষিণে ইছামতী নদীর ভাঙা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল হোসেন গাজী জানান


ভোমরা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গণি বলেন,  সকালে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন
জেলে ওই লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়।

বিষয়টি সদর থানাকে জানানো হলে পুলিশ সকাল ১১টার দিকে
ওই লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো.
আসাদুজ্জামান বলেন, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের গলায় একটি রুমাল
পেঁচানো ছিল। ডান হাতে একটি ব্রেসলেট ও  বাঁ
হাতে একটি ঘড়ি রয়েছে। গায়ে সাদা গেঞ্জি ও জিনস ছিল।

”ওই যুবককে কয়েকদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে
বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা
সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।