ক্যাটাগরি

হুতিদের বিস্ফোরকবাহী নৌকা, ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর

ইয়েমেনের লোহিত সাগরীয় বন্দর হোদেইদাহ থেকে ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলার জন্য এসব নৌকা পাঠিয়েছিল বলে রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

পৃথক বিবৃতিতে সৌদি জোট বাহিনী জানিয়েছে, খামিস মুশায়িতসহ সৌদি আরবের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে পাঠানো হুতিদের তিনটি সশস্ত্র ড্রোনও বাধা দিয়ে ধ্বংস করেছে তারা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পর থেকে রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা। বিয়াদপন্থি ওই সুন্নি সরকারকে ক্ষমতায় পুনর্বহাল করতে শিয়া হুতিদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

প্রায় ছয় বছর ধরা চলা এই যুদ্ধে তেমন সুবিধা করতে না পারা সৌদি আরব গত সপ্তাহে একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেছে। তারপরও প্রতিবেশী দেশটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো অব্যাহত রেখেছে হুতিরা। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ওই শান্তি উদ্যোগ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টিম লিন্ডারকিং বৃহস্পতিবার ফের ইয়েমেনে গিয়েছেন। শান্তি প্রস্তাবে ইয়েমেনজুড়ে অস্ত্রবিরতির কথাও বলা হয়েছে।  

কিন্তু হুতিরা চায়, সৌদি জোট বাহিনী ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর সাগর ও আকাশ থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করুক। 

ওই অঞ্চলে ইয়েমেনের যুদ্ধকে সৌদি আরব ও ইরানের মধ্যে চলমান একটি ছায়াযুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘ বলছে, এই যুদ্ধের কারণে ইয়েমেনে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সঙ্কট তৈরি হয়েছে।

হুতিরা বলছে, তারা দুর্নীতিপরায়ণ একটি ব্যবস্থা ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।