ক্যাটাগরি

ওমর সানী-মৌসুমীর ছেলে স্বাধীনের বিয়ে

স্বাধীন ফেইসবুকে জানান, ২৬ মার্চ বিয়ে সেরেছেন তিনি; পাত্রীর নাম সাদিয়া রহমান। কুমিল্লায় জন্ম নেওয়া সাদিয়ার বেড়ে উঠা ও পড়াশোনা কানাডায়।

স্বাধীন ও সাদিয়ার বন্ধুত্ব থেকে ভালোলাগা তৈরি হয়; পরে পারিবারিকভাবে দু’জনের বিয়ের আয়োজন করা হয়।

ঈদের পর তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে; এতে দুই পরিবারের সদস্য ছাড়াও মৌসুমী-ওমর সানীর সহশিল্পী, নির্মাতাদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে সানী-মৌসুমী পরিবার।

স্বাধীন ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন; এতে অভিনয় করেছেন ওমর সানী। পরবর্তীতে রেস্টুরেন্ট ব্যবসায় মনোনিবেশ করেছেন স্বাধীন।

১৯৯৫ সালের ৪ মার্চ ভালোবেসে বিয়ে করেছিলেন ওমর সানী-মৌসুমী। তাদের সংসারে এক ছেলে, এক মেয়ে রয়েছে। মেয়ের নাম ফাইজা।