সোমার বিকেল ৫টায় সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোমশের সেখ ওরফে সুমা সেখ (৫০) স্থানীয় সোনাইডাঙ্গা গ্রামের চাঁদ
আলী সেখের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, কুষ্টিয়া
থেকে ছেড়ে যাওয়া ঝিনাইদহমুখী একটি বালুভর্তি ট্রাক ঘটনাস্থলে সাইকেল আরোহীর পেছন থেকে
ধাক্কা দেয়। এতে সোমশের ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ট্রাক চাপায় শ্রমিক মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল মৃতের লাশ উদ্ধার করেছে
পুলিশ। স্থানীয়দের কাছে আটক ট্রাকটি উদ্ধার করতে পারলেও চালক পালিয়ে যায় বলে জানান
তিনি।