জাতীয় ভলিবল স্টেডিয়ামে সোমবার জমজমাট লড়াইয়ের পর কেনিয়াকে ৩২-২৯ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ১৩-১১ পয়েন্টে।
নিজেদের প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেয় বাংলাদেশ।
দিনের অন্য ম্যাচে পোল্যান্ডকে ৪৫-১৬ পয়েন্টে হারিয়ে শ্রীলঙ্কাও টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে কেনিয়াকে ৩৫-৩৩ পয়েন্টে হারিয়েছিল তারা।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ও চার অতিথি দল পোল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপালের অংশ নেওয়ার কথা ছিল।
সোমবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল নেপালের। কিন্তু দলটি না আসায় স্বাগতিকরা খেলে কেনিয়ার বিপক্ষে।