দেশটির সরকার এতদিন কোভিড-১৯ এ মৃত্যু সংক্রান্ত যে হিসাব দিয়েছে, সংশোধিত তথ্যে তার চেয়ে ৬০ শতাংশ বেশি মানুষের মৃত্যুর ইঙ্গিত মিলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মৃত্যু সংখ্যা ৩ লাখ ২১ হাজারের বেশি হওয়ায় মেক্সিকো এখন ব্রাজিলকে টপকে বিশ্বের মধ্যে কোভিডজনিত মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেই প্রায় সাড়ে ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে; ব্রাজিলে এ সংখ্যা ৩ লাখ ১০ হাজারের মতো।
বিবিসি জানিয়েছে, মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় যে সংশোধিত প্রতিবেদন দিয়েছে তাতে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশটিতে কোভিডজনিত কারণে ২ লাখ ৯৪ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। অথচ সেসময় সরকারি হিসাবে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু ছিল এক লাখ ৮২ হাজার ৩০১।
মধ্য ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আরও ২৬ হাজার ৭৭২ জনের মৃত্যুর তথ্য রেকর্ড হয়েছে। সব মিলিয়ে সংশোধিত তথ্য অনুযায়ী মেক্সিকোতে কোভিডে মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী এ দেশটির জনসংখ্যা ১৩ কোটিরও কম; অথচ সেখানে করোনাভাইরাসে সোয়া ৩ লাখ মৃত্যু দেশটিতে কোভিড-১৯ এর ভয়াবহ বিস্তারেরই ইঙ্গিত দিচ্ছে।
বিরোধী দলগুলো মেক্সিকোতে করোনাভাইরাস সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ও’ব্রাদরের ব্যর্থতার কঠোর সমালোচনা করছে।
বামপন্থি এ প্রেসিডেন্ট মহামারীকে খাটো করে দেখেছিলেন এবং টিকাদান শুরুতে দেরি করেছেন বলেও অভিযোগ তাদের।