ক্যাটাগরি

খুলনায় জাপা নেতা কাশেম হত্যায় একজনের ফাঁসির রায়

খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো সোমবার এ রায় ঘোষণা করেন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাজাপ্রাপ্ত আসামি মো. তারিক হোসেন পলাতক রয়েছেন।

খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, শিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলায় আদালত এই রায় দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন মামলার নথির বরাতে জানান, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল কাশেম ও তার ব্যক্তিগত গাড়িচালক মিকাইল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়। মামলাটি সিআইডি তদন্ত করে পরের বছর ৫ মে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী বলেন, মামলাটি উচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল। গত ৩ জানুয়ারি স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠি আসে। বিচার শেষে আদালত একজনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। আসামি গ্রেপ্তারের দিন থেকে সাজা শুরু হবে।