খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী সোমবার এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুটি ধারায়। জরিমানা না দিলে তাদের আরও দুই বছর কারাগারে থাকতে হবে।
প্রতীকী ছবি
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- খুলনার ফুলতলা উপজেলার বেগুনবাড়ি পশ্চিমপাড়া এলাকার মাহবুব মোল্লা (৩০), বাবা সিদ্দিক মোল্লা (৫০) ও বেগুনবাড়ি পূর্বপাড়া এলাকার আনছার মোড়লের ছেলে ইসরাইল মোড়ল (৩৫)।
রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৭ মে রাতে কৌশলে ডেকে সিয়ে ওই এলাকার কুদ্দুস শেখ নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। ডেকে নেওয়ায় সন্দেহ হওয়ায় ওই তিনজনসহ আরও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন কুদ্দুসের ভাতিজা রফিকুল ইসলাম।
ওই বছর ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর বিচার শুরু হয়।
আইনজীবী এনামুল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।