ক্যাটাগরি

গাজীপুরে ইট বোঝাই ট্রলি উল্টে নিহত ২

সোমবার দুপুর ১টার দিকে কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খাটখড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে ইউসুফ আলী (১৮) এবং আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (২২)।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, সোমবার দুপুরে উপজেলার তরগাঁও এলাকার কেবিএম ইটভাটা থেকে ট্রলিটি ইটবোঝাই করে কালীগঞ্জ উপজেলার নরুন এলাকার দিকে যাচ্ছিল।

“পথে কাপাসিয়ার পাবুর দর্জিবাড়ি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রলির ইটের উপরে থাকা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।” 

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।