ক্যাটাগরি

জার্মানির টানা দ্বিতীয় জয়

বুখারেস্টে রোববার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে সের্গে জিনাব্রির একমাত্র গোলে জিতেছে ইওয়াখিম লুভের দল।

গত বৃহস্পতিবার আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে চারবারের বিশ্বকাপ জয়ীরা।

বল দখলের পাশাপাশি আক্রমণেও চাপ ধরে রেখে ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডান দিক থেকে কাই হাভার্টজের ছয় গজ বক্সের মুখে বাড়ানো পাস পেয়ে টোকা দিয়ে বল জালে জড়ান জিনাব্রি।

চার মিনিট পরেই ব্যবধান বাড়তে পারতো; কিন্তু জসুয়া কিমিচের জোরালো শট লাগে পোস্টে। ওয়ান-অন-ওয়ানে ভালো একটি সুযোগ নষ্ট করেন বায়ার্ন মিডফিল্ডার জিনাব্রি।

৫৭তম মিনিটে প্রতিপক্ষের সীমানায় আবারও ভীতি ছড়ান জিনাব্রি। বল পায়ে দ্রুত এগিয়ে ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে শট নেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক ফ্লোরিন নিতা। পাঁচ মিনিট পর জিনাব্রির গোলমুখে বাড়ানো বল আয়ত্ত্বে পেয়েও ঠিকমতো বলে পা লাগাতে ব্যর্থ হন লেরয় সানে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সানের দুর্বল ব্যাকপাসে বল দখলে নিয়ে গোলমুখে ছুটে যান নিকোলাই স্তানসিউ। গোলরক্ষক মানুয়েল নয়ার ছিলেন সতর্ক। অবশ্য তার পরীক্ষাও নিতে পারেনি স্বাগতিকরা। পাঁচ গজ দূর থেকে স্তানসিউয়ের শট পাশের জালে লাগলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে জার্মানি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী দলটি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্মেনিয়া।