তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে অনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডা. রফিকুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শারফুদ্দিন।
বিএসএমএমইউর আগের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সম্প্রতি অবসরে গেছেন।
এদিকে, ঢাকা ডেন্টাল করেজের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পেয়েছেন ডা. বোরহান উদ্দিন হাওলাদার। ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থোডন্টিক্স বিভাগের এই অধ্যাপককে ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।