প্রতিপক্ষের মাঠে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্দ্রেয়া বেলোত্তি তাদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মানুয়েল লোকাতেল্লি।
নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল ইতালি।
এই নিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত রইল দলটি, ১৯ জয় ও ৫ ড্র। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর তারা হারেনি।
ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না ইতালি। নবম মিনিটে কাছ থেকে বল উড়িয়ে মারেন বেলোত্তি। ষোড়শ মিনিটে বাইরে মেরে সুযোগ হারান ফেদেরিকো চিয়েসা।
বিরতির আগে স্পট কিকে সফরকারীদের এগিয়ে নেন বেলোত্তি। প্রথমার্ধে গোলের উদ্দেশে ইতালির আট শটের মধ্যে এটিই ছিল কেবল লক্ষ্যে। তোরিনোর ফরোয়ার্ড বেলোত্তি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কর্নারে ফ্রান্সেসকো আসেরবির হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি। ৭২তম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন বেলোত্তি। তার চিপ শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পোস্টে লাগে। ফিরতি বল উড়িয়ে মারেন তিনি।
৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা লোকাতেল্লি। ডি-বক্সে লরেন্সো ইনসিনিয়ের পাসে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
যোগ করা সময়ে চিরো ইম্মোবিলের শট গোলরক্ষক ক্রসবারের ওপর দিয়ে পাঠালে ব্যবধান আর বাড়েনি।
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার লিথুয়ানিয়ার বিপক্ষে খেলবে ইতালি।