ক্যাটাগরি

মধুর ধারা বইতে থাক

মধুর ধারা বইতে থাক

 

বিষে বিষ ক্ষয়, বিষ কীসের?

বিষ কি ছুঁচো, বিষ কি শের?

বিষ কি সাপ? ওরেব্বাপ!

বাড়ছে দেখি মনস্তাপ!

 

বিষ তো আছে পতঙ্গে

এমনকি গাছপালাতে

নদীর জল ও তরঙ্গে

কারখানার ওই জ্বালাতে।

 

এসব বিষের অসুদ আছে

মরেও বটে, বাঁচেও

কথার বিষে জর্জর যে

কোথাও না আছে ও!

 

কোন বিষ যে সবার সেরা

সেইটা কিন্তু বোঝা দায়

এ স্বীকৃতি কিছু মানুষ

করে থাকে রোজ আদায়।

 

কারো দাঁতে, কারো হুলে

আর কারো গা একটু ছুঁলে–

ছড়ায় তো বিষ প্রাণী ও জীবে

মানুষের বিষ থাকে জিভে।

 

সেই জিভেই মধুর চাক

মধুর ধারাই বইতে থাক।

 

সবাই পোকা, মানুষ নাই

 

সেদিন এক উইপোকা

বললো আমায়, তুই পোকা!

আমি বললাম, তুই কে তয়?

বললো, আমি চারচোখা!

 

এমন প্রাণী না চিনি

তুই কি তবে মাছি নি?

মাছির নাকি চোখ বেশি

বেশি দেখার ঝোঁক বেশি?

 

না না আমি মাছি না

মাছির কথায় নাচি না

আমায় বলে দিবে কে

যা বলে সব বিবেকে।

 

বিবেক কী কয়, মুই পোকা?

বোয়াল নাকি রুই পোকা?

গোলাপ নাকি জুঁই পোকা?

নাকি সব-কিচ্ছুই পোকা?

 

কও তো কথা অল্প না

আর জুড়ে দাও কল্পনা

এই কথাটাই বলতে চাই

সবাই পোকা, মানুষ নাই।

 

এক্কেবারে নাই, তা না

খুঁজলে তেমন পাইতা না

সংখ্যা তাদের সামান্য

এটাই হলো প্রামাণ্য।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!