সোমবার সকালে আধুরিয়া মাহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া (৪৩) নরসিংদীর রায়পুরা উপজেলার বারিচা শিবপুরের প্রয়াত
ছমর উদ্দিনের ছেলে।
আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের
আধুরিয়া মাহনা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলে বাসের চালক
আকাশ মিয়া নিহত হন। বাস দুটির প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের
দুটি ইউনিট আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম বলেন, খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। একটি বাসের চালককে
নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। লাশ কাঁচপুর হাইওয়ে
থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।