সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
ফাইল ছবি
যেসব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মিত হচ্ছে সেগুলো হল- মুন্সিগঞ্জের লৌহজং, টাঙ্গাইলের কালিহাতি, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ডামুড্যা, ফরিদপুরের ভাঙ্গা, গাজীপুরের কাপাসিয়া, মানিকগঞ্জের সিংগাইর, ময়মনসিংহের গৌরীপুর, মুক্তাগাছা ও নান্দাইল, জামালপুরের ইসলামপুর, নেত্রকোণার কেন্দুয়া, শেরপুরের নালিতাবাড়ি, রাজশাহীর বাগমারা, নওগাঁর পত্নীতলা, নাটোরের সিংড়া, দিনাজপুরের কাহারোল, রংপুরের গঙ্গাচড়া, পঞ্চগড়ের বোদা ও তেতুলিয়া, কুড়িগ্রামের রৌমারি, বাগেরহাটের ফকিরহাট, মড়েলগঞ্জ ও মোল্লাহাট, যশোরের মনিরামপুর, কুমিল্লার হোমনা ও চাঁদপুরের মতলব উপজেলা।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়।
এছাড়া নতুন অ্যাক্রোবেটিক শিল্পীদের প্রশিক্ষণ নিয়মিতভাবে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে চলছে বলেও জানানো হয়।
কমিটির সদস্য কমিটির সদস্য অসীম কুমার উকিলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সুবর্ণা মুস্তাফা অংশ নেন।