ক্যাটাগরি

৩০ মার্চ নয়, ‘যদি কিন্তু তবুও’ আসছে ১ এপ্রিল

এর আগে ছবিটি ৩০ মার্চ মুক্তি দেওয়ার জানানো হলেও আরেক বিজ্ঞপ্তিতে জিফাইভ জানিয়েছে, ছবিটি মুক্তি পাচ্ছে ১ এপ্রিল। বাংলাদেশের দর্শকরা এটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিয়া; ইতোমধ্যে ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে।

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “এটি একটি রোমান্টিক কমেডি ছবি। বাংলাদেশের মেধাবী শিল্পীরা এখানে কাজ করেছেন। আমরা স্থানীয় প্রতিভাবানদের কাজে লাগিয়ে সমৃদ্ধ, বৈচিত্রময় এবং আকর্ষণীয় কাহিনী নির্মাণ করতে চাই।”

অপূর্ব-ফারিয়া জুটির এটিই প্রথম চলচ্চিত্র। তারা ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, সাবেরী আলম, নাজিবা বাশার এবং আমান রেজা।