আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার জালালাবাদের দুইটি পৃথক স্থানে প্রায় একই সময়ে বন্দুকধারীদের গুলিতে পোলিও টিকা দান কার্যক্রমে অংশ নেওয়া দুইজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী এবং পোলিও টিকাদান প্রকল্পের একজন সুপারভাইজারকে হত্যা করে। নিহত তিনজনই নারী।
একই দিন সকালে নানগরহার প্রদেশের প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রবেশ পথে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।
এখন পর্যন্ত এ সব হামলার দায় কেউ স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স থেকে তালেবানের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ মাসের শুরুতে জালালাবাদে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। পরে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিদল ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।
আফগান সরকার এ ধরনের হামলায় বেশিরভাগ সময় তালেবানদের দায়ী করে। কিন্তু তালেবানরা বেশিরভাগ সময়ই তা অস্বীকার করে।